বাংলাদেশের পদ্মা নদী শুকিয়ে দেওয়ার হুমকি বিজেপি নেতার!

বাংলাদেশের পদ্মা নদী শুকিয়ে দেওয়ার হুমকি বিজেপি নেতার!


পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি বাতিল করেছে ভারত।

এবার প্রতিবেশী দেশকে গঙ্গার পানি না দেওয়ার হুমকি দিলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ 

নিশিকান্ত দুবের।


কাশ্মীরের পেহেলগাম হামলা নিয়ে (২৭ এপ্রিল) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশিকান্ত বলেন,

`এর চেয়ে দুর্ভাগ্য জনক আর কিছু হতে পারে না। 

তবে সৌভাগ্যবশত, ভারত এমন এক লোকের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যাকে সমর্থন করছে ১৩০ কোটি ভারতবাসী। সমগ্র বিশ্ববাসী তাকে একজন শক্তিশালী প্রধানমন্ত্রী মনে করে।,


 নিশিকান্ত বলেন, 'বিহারে তিনি যেভাবে বলেছিলেন যে আমরা সন্ত্রাসীদের মাটির সাথে মিশিয়ে দেব।

তাতে প্রধানমন্ত্রীর ক্রোধ স্পষ্টভাবে দৃশ্যমান.... 

লস্কর-ই-তৈয়বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের

সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে।

সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করতে হলে ভারত এবং বাংলাদেশের উভয়ের সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন।,

কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি এই সাংসদ বলেন,

১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস সরকারের গঙ্গার পানির চুক্তি ভুল ছিল। বিহাহের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এ কথা বলে আসছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা পানি চুক্তি বিরোধিতা করেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্রক্ষ্মপুত্রের পানি বাংলাদেশে যাওয়ার বিরোধিতা করেছেন।

আমরা কতদিন সাপদের পানি খাওয়াবো?

সাপগুলো পিষে মেরে ফেলার সময় এসেছে। 

সমগ্র জাতির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আস্থা রয়েছে। 

এই কাজটি শীগ্রই সম্পন্ন হবে।,

এর আগে গঙ্গা চুক্তি নিয়ে করতে গত মার্চ মাসে ভারত সফর করেন ১১ সদস্যের প্রতিনিধি দল। এ সফর কালে

কোলকাতা ও ফারাক্কাতে ছিল বাংলাদেশী দলটি।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে পানি চুক্তি হয়েছিল। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। 

এদিকে সম্প্রতি বাংলাদেশ তিস্তা প্রকল্পের সাথে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন। এসব প্রেক্ষাপটে এলো হিন্দুত্ববাদী নেতা নিশিকান্ত দুবের এই বক্তব্য। 




মন্তব্যসমূহ