চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মল্লিক হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার মধ্য রাতে অভিযুক্ত মল্লিক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের এক শিশুকন্যা (৬) বুধবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় একই পাড়ার বৃদ্ধ মল্লিক হোসেন (৬০) শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। শিশুটিকে জোরকরে যৌন হয়রানি করার অপচেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।
বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হবার পর শিশুটির মা বাদী হয়ে বুধবার দিবাগত রাতে থানায় এজেহার দাখিল করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যৌন হয়রানির অভিযোগে কয়া গ্রাম থেকে অভিযুক্ত মল্লিক হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন